বাউফলে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বাউফলে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মোঃ দেলোয়ার হোসেন, বাউফল: ঝড় বৃষ্টি আধার রাতে,আমরা আছি তোমার সাথে এই প্রতিবাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর বাউফলে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। (১৭মে) মঙ্গলবার বিকেলে আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউপি চেয়ারম্যান এ্যাড.কামাল বিশ্বাস, যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত খান সানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদ,উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল সহ প্রমুখ।
বক্তারা বলেন ১৯৭৫ সনের ১৫ আগষ্ট জাতির জনককে হত্যার পর দিশেহারা বাংলার মানুষের পাশে দাড়াতে শেখ হাসিনা ১৯৮১ সনের ১৭ মে বাংলাদেশের মাটিতে পা রাখেন। এর পর থেকে তিনি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের মধ্য দিয়ে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের জন্য আওয়ামীলীগকে সুসংগঠিত করেন।শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেব পরিনত হয়েছে।
বক্তারা আরো বলেন,দলের মধ্যে বিবেধকারীর যারা জামাত-বিএনপি নিয়ে রাজনীতি করেন তারা আজ দলের মধ্যে নান রকম ষড়যন্ত্র করছে।তাদের ছত্রছায় বাউফলে জামাত-বিএনপি বিভিন্ন ইউনিয়নে কমিটি, মিটিং,মিছিল করতে সাহস পেয়েছে।সকল ষড়যন্ত্র উপেক্ষা করে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ স ম ফিরোজ এমপি’র নেতৃত্বে বাউফলের আওয়ামীলীগকে শক্তিশালী করতে হবে।
এ সময়  মুক্তিযোদ্ধাসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধানমস্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।